শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের অবস্থান ধর্মঘট কয়েকজন মারাত্মক অসুস্থ।
স্টাফ রির্পোটার মামুন আশুলিয়া : তুচ্ছ কারনে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় গতকাল শ্রমিকরা অবস্থান ধর্মঘট পালন করেছে। প্রখর রৌদ্রের মধ্যে টুঙ্গী আশুলিয়া সড়কের উপর অবস্থান করায় কয়েকজন শ্রমিক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ১২/০৪/২০১৬ইং আশুলিয়ার ইউনিক ষ্ট্যান্ডে অবস্থিত হ্যান ওয়েন বিডি লিঃ নামক একটি গার্মেন্টসের ৩৭জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে এ কারখানার অন্যান্য শ্রমিকরা কারখানার সামনে অবস্থান ধর্মঘট পালন করে। ঘটনাস্থলে ২জন শ্রমিক মারাত্মক অসুস্থ হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থান ধর্মঘটকারী শ্রমিকদের সাথে কথা বললে তারা অপরাধ তথ্যচিত্রের সংবাদকর্মীকে জানায়, গত ০৯/১০/২০১৫ইং তারিখে সরকারের দেওয়া ঘোষণা মোতাবেক ফ্যাক্টরীতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার কারণে৭জন শ্রমিককে হ্যান ওয়েন বিডি লিঃ কারখানার কর্মকর্তারা মারধর করে ফ্যাক্টরী থেকে বের করে দেয় এবং তাদের চাকুরীচ্যূত করে।
একই সঙ্গে উক্ত শ্রমিকদের সাথে থাকা ট্রেড ইউনিয়নের আরো ৩০জন শ্রমিককেও বহিস্কার করে। মোট ৩৭জনকে চাকুরীচ্যূত করে কর্তৃপক্ষ। উক্ত শ্রমিকদের চাকুরীতে পূণঃবহালের দাবিতে শ্রমিকরা গতকাল মঙ্গলবার হ্যান ওয়েন বিডি লিঃ এর প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। শ্রমিকদের এই আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করে স্থানীয় শ্রমিক সংগঠন- জাতীয় গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস্ শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ও বাংলাদেশ গার্মেন্টস্ এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন। এ সময় স্বাধীন বাংলা গার্মেন্টস্ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও শ্রমিক নেতা কারমানসহ একাধিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দাবী মেনে নেওয়ার জন্য উক্ত কারখানার মালিকদের আল্টিমেটাম প্রদান করা হয়। এক পর্যায়ে কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝে শ্রমিকদের দাবী-দাওয়া মেনে নেওয়ার আশ^াস দিলে শ্রমিকরা আন্দোলন বন্ধ করে দেয়।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা শ্রমিকদের দাবী-দাওয়া মেনে নেওয়ার কথা স্বীকার করেন।