চুরি ডাকাতি ঠেকাতে মতলব উত্তরে অপরাধ দমন সভা

Matlab news pic 1(1)
ইসমাইল খান টিটু, বিশেষ প্রতিনিধি : চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ওটারচর গ্রামে মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে ‘অপরাধ দমন সভা’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।
এসময় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। কিন্তু ওটারচর গ্রামে চুরি ডাকাতি একটু বেশী শোনা যাচ্ছে। এসব ঘটনায় এলাকার মানুষ থানায় অভিযোগ করেননি কেন? তবে এখন থেকে বিষয়টি আমি নিজে তদারকি করবো। ওসি আরো বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রামবাসীর মাঝে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারে ও পুলিশ প্রশাসনকে খবর দিতে পারে।
গত রোববার দিবাগত রাতে ওটারচর গ্রামের খান বাড়িতে বাদল খানের ঘরে ডাকাতি হয়েছে। এতে আহত হন বাদল খান ও তার স্ত্রী রিনা বেগম। বাদল খান বলেন, রাত পৌনে দুইটায় দরজা ভেঙ্গে আমার ঘরে ডাকাতি করে। ডাকাত দল এসে আমার মাথায় পায়ে হাতে ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। আমার স্ত্রীকেও ব্যাপক মারধর করে ডাকাত দল। তিনি আরো বলেন, ৯২ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতিকালে আমি ডাক-চিৎকার দিলেও আশ-পাশের মানুষ এগিয়ে আসেনি। পরে ডাকাত চলে যাওয়ার পর সবাই এগিয়ে আসে। ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বাদল।
একই বাড়িতে গত মাসের ৩ তারিখে প্রবাসী জাহাঙ্গীর আলমের ঘরে ডাকাতি করে দশটি কম্বল, ১৬ ভরি স্বর্ণ ও ৩০ হাজার রিয়াল (সৌদিয়ান রিয়াল) নিয়ে যায়। এবং জাহাঙ্গীর আলমের ছেলেকে হত্যা করারও হুমকি দেয়। এর আগেও একাধিকবার ওই বাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু তারা প্রশাসনের কাছে কোন অভিযোগ করেনি।
সোমবার সকালে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স। এরপর বিকেলে চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে অপরাধ দমন সভায় আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে সকলকে অবগত করেন তিনি। অপরাধন দমন সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখা কমিটির চেয়ারম্যান ইসমাইল খান টিটু, সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশাসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকার বখাটে ছেলেরা জড়িত হয়ে বাহিরে থেকে ডাকাত ভাড়া করে এনে ডাকাতি করে। ওসি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *