দর্শনার ঐতিহ্যবাহী কেরু উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত ও অভিভাবকহীন হয়ে পড়েছে॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ঐতিহ্যবাহী কেরু উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত ও অভিভাবকহীন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক সংকট রয়েছে। এছাড়া ক্লাস রুমের সংকট থাকায় ছাত্র/ছাত্রীরা বেঞ্চ নিয়ে ক্লাস রুমের বাইরে বসেও ক্লাস করছে। আশরাফ আলী,ইকবাল হোসেন,মঈনদ্দিন ও শাওনসহ বেশ কয়েকজন শিক্ষকের সাথে আপলাপ করে জানা গেছে, বর্তমানে ১৬জন শিক্ষক আছে যা দিয়ে ১হাজার ১০০জন ছাত্র/ছাত্রীর ক্লাস নেয় অম্ভব হয়ে পড়ছে। যেখানে আনুপাতিক হারে প্রতি ৪০জন ছাত্র/ছাত্রীর ১শিক্ষক থাকার প্রয়োজন। সেখানে ৮০ থেকে ৯০ ছাত্র/ছাত্রীর জন্য ১জন শিক্ষক দিয়ে ক্লাস নেয়া হচ্ছে। ফলে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন করতে শিক্ষকরা হিমশিম খাচ্ছে। প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে কেরু চিনিকলের একজন জুনিয়ার অফিসার আকরাম হোসেনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি প্রধান শিক্ষকের কি বুঝবে ? এমনি হাজারো প্রশ্ন যেমন অভিভাবকদের তেমনী শিক্ষকদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এছাড়া ক্লাস রুমের সংকট রয়েছে। যেখানে একটি ক্লাস রুমে ৫০ জন ছাত্র/ছাত্রীর বসার মত জায়গা রয়েছে। যেখানে এক একটি বেঞ্চে ৩/৪ জন ছাত্র/ছাত্রীর বসার কথা। সেখানে ৮০/৯০ জন ছাত্র/ছাত্রী ঠাসাঠাসি করে বসছে। ফলে অনেক কষ্ট সাধ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র/ছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। এছাড়া প্রতিটি ক্লাস রুমে ফ্যান নেই,ক্লাস রুমের ছাদ এবং দেয়াল থেকে চুন,সুরকি খসে পড়ছে। এছাড়া দীর্ঘদিন ধরে ছেলেদের ল্যাট্রিন নেই। সারদিন ক্লাস করে অনেক কষ্ট করে। এমন অবস্থা দেখে শিক্ষকরা নিজেদের ৮০ হাজার টাকা ব্যায় করে একটি ল্যাট্রিন নির্মান করছে। এমন অবস্থা দেখলে মনে হয় স্কুলটির কোন অভিভাবক নেই।