নওগাঁর সাপাহারে চেয়ারম্যান পদে ৩০ ও সদস্য পদে ২৮৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি: আসন্ন নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৭মে বৃহস্পতিবার ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে মনোনয়নপত্র জমাদান প্রক্রিয়া শেষ হয়েছে। ৪র্থ দফায় অনুষ্ঠিত নির্বাচনে মনোনয়পত্র জমা দানের শেষ দিনে ৬ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩০জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭২ জন ও সাধারন সদস্য পদে ২১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।
এবারে উপজেলার সাপাহার সদর ও শিরন্টি ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন অফিসার মোহা: তোজাম্মেল হক, আইহাই ও পাতাড়ী ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম এবং গোয়ালা ও তিলনা ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সুত্রে জানা গেছে,
সাপাহার সদর ইউপি’তে ৬জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত আকবর আলী, সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী বিশিষ্ট শিল্পপতি, নারী নেত্রী ও নারী উদ্যেক্তা নার্গিস সরকার, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী মাহফুজুল হক চৌধুরী (বাবু), জাতীয় পার্টি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিবলী সাদিক, জামাত হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল খায়ের তরুন। এছাড়াও সদর ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ০৯জন ও সাধারন সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শিরন্টি ইউপি: ৬জন আওয়ামীলীগ সমর্থিত রফিকুল ইসলাম (আলতাব) মাষ্টার, সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিএনপি সমর্থিত বুলবুল আহাম্মেদ, জামাত হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আমির বর্তমান চেয়ারম্যান মাওঃ আব্দুল বাকী, সতন্ত্র প্রার্থী হিসেবে মোবারক হোসেন, সতন্ত্র প্রার্থী হিসেবে বাবুল আকতার। ওই ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ১১জন ও সাধারন সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আইহাই ইউপি: ৫জন আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান, বিএনপি সমর্থিত সারোয়ার জাহান চৌধুরী (লাবু), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলমগীর মোহাম্মাদ কবির, স্বতন্ত্র হিসেবে জিয়া উদ্দীন, জামাত হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাউদ্দীন মাহালত,। ওই ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ০৯জন ও সাধারন সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাতাড়ী ইউপি: ৬জন আওয়ামীলীগ সমর্থিত জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী আব্দুল কাহার মাষ্টার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুকুল মিয়া, জাতীয় পার্টি হতে উকিল উদ্দীন, জামাত হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওঃ রমজান আলী। এছাড়া ওই ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ১৬জন ও সাধারন সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোয়ালা ইউপি: ৪জন আওয়ামীলীগ সমর্থিত কামারুজ্জামান, বিএনপি সমর্থিত প্রভাষক মোকলেছুর রহমান (মুকুল) সতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী নূরুল হক আর্মি, জাতীয় পার্টি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসমাইল হোসেন, । এছাড়া ওই ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ১৪জন ও সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিলনা ইউপি: ৩জন আওয়ামীলীগ সমর্থিত মোসলেম উদ্দীন, বিএনপি সমর্থিত শাহ আলম, জামাত হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মমতাজুল হক এছাড়া ওই ইউপি’তে সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩জন ও সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহারের শেষ তারিখ ও ১৯ এপ্রিল প্রতিক বরাদ্ধ এবং ০৭ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে রিটার্নি অফিসারগণ জানিয়েছেন।