আত্রাইয়ের গান্ধী আশ্রমের চুরি যাওয়া মালা-মাল উদ্ধার গ্রেফতার – ২
আত্রাই (নওগাঁ )সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রম থেকে চুরি যাওয়া মালা-মাল উ্দ্ধারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । গত বৃহ্স্পতিবার রাতে অভিযান চালিয়ে ভরতেতুলিয়া এলাকা ও শিবপুর এলাকা থেকে মালা-মালগুলো উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয় ।
আত্রাই থানা পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাতে আত্রাই গান্ধী আশ্রম (খাদী) থেকে তালা কেটে একটি স্ট্যান্ড ফ্যান, ৩ টি তোয়ালা ও একটি বেডসিট চুরির ঘটনা ঘটে। এঘটনায় পরের দিন গান্ধী আশ্রমের কেয়ার টেকার ডাঃ নিরাঞ্জন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও.সি (তদন্ত) ছামছুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে ভরতেতুলিয়া গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে রুহুল আমিন সাগর (৩০) কে গ্রেফতার করে তার বাসা থেকে চুরি যাওয়া তোয়ালে ও বেডসিট উদ্ধার করা হয় । এর পর তার স্বীকার উক্তি মুলক জবান বন্দির ভিত্তিতে শিবপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে আশরাফের (৩৬) এর বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্ট্যান্ড ফ্যান উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে আত্রাই থানার ও.সি (তদন্ত) ছামছুল হক জানান, গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃত সাগর ডাকাতি, সর্বহারার নামে চাঁদা বাজীসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ।