ধামরাইয়ের ইসলামপুর চেকপোষ্টে ৯টি স্বর্ণের বারসহ আটক দুই।

WP_20160405_11_36_55_Pro(1)
বিশেষ প্রতিনিধি জি.এম. ফিরোজ : ধামরাই থানার সেকেন্ড অফিসার এস.আই আলমগীরসহ ৫/৬ পুলিশ কনস্টেবল মঙ্গলবার ভোরে ইসলামপুরে পুলিশ চেকপোস্টে একটি দুর পাল্লার বাসে তল্লাশি চালিয়ে এই দুই চোরাচালানকারীকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী দুরপাল্লার এস পি গোল্ডেন লাইন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় স্বর্ণের ৯ টি বারসহ দুইজন আটক করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে তারা রাজধানীর তাঁতীবাজার থেকে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। চোরাচালানকারীরা অভিনব কৌশলে কনডমের মধ্যে রেখে পায়ূপথে লুকিয়ে রাখে পাচারের জন্য । প্রথমে তাদের দেহ তল্লাশি করে কোন কিছু পাওয়া যায়নি। পরে তাদের কথাবার্তা ও গতিবিধি সন্দেহ হলে আরও জিজ্ঞাসাবাদে ও তল্লাশিতে তাদের পায়ূপথে স্বর্ণের বার খুঁজে পাওয়া যায়। পরে দীপংকর হাওলাদার নামে একজনের পায়ূপথ থেকে কনডমের ভিতরে লুকিয়ে রাখা ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অপর দিকে বাদল নামে অপরজনের পায়ূপথে একই পদ্ধতিতে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৯টি স্বর্ণের বারের ওজন ১কেজি ৪৮ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৩৬ লাখ টাকা। চোরাচালানকারী দুইজনের একজন হলো দীপংকর হাওলাদার (২২)। সে বরিশালের বাকেরগঞ্জের নির্মল হাওলাদার ছেলে। অপর আটক চোরাচালানকারী বাদল মন্ডল (২৫) পটুয়াখালীর গলাচিপার মৃত সুকুমার মন্ডলের ছেলে। রাত ২ঘটিকার সময় তাদেরকে আটক করার পর ধামরাই থানায় সোপার্দ করা হয়। এই ব্যাপারে এ.এস.পি সাভার সার্কেল জনাব নাজমুল হাসান সকাল ৯ঘটিকার সময় ধামরাই থানায় এসে ঘটনাটি তদন্ত করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রিজাউল হক সাংবাদিকদের জানান আটককৃতদের বিরোদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *