কাহালুতে স্কুল ছাত্র নাইমের হত্যা কারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন

s,05.04(1)
কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ তম শ্রেনীর মেধাবী ছাত্র নাইমুর রহমান নাইমের ৪র্থ মৃত্যু বার্ষিকি উপলক্ষে গত মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় কাহালু রেলওয়ে বটতলা রাস্তায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে, কাহালু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ,শিক্ষক ও মানেজিং কমিটির সদস্যগণ। সামাবেশে বক্তব্য রাখেন কাহালু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ইউসিসিএ লিঃ এর সভাপতি আ’লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম,সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ সহ নাইমের সহ পাটি শিক্ষার্থীরা। উল্লেখ্য বিগত ২০১২ সালের ৫ এপ্রিল সকালে কোচিং এ আসার পথে কাহালু চারমাথা এলাকা হতে দুর্বেত্তরা নাইমকে অপহরণ করে মুক্তিপন দাবী করে। পরে তাকে নির্মম ভাবে হত্যা করে, এবং মৃত দেহ ইট ভাটায় পুড়িয়ে ফেলে দুর্বত্তরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ঐ জঘর্ণ্য হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী করেন। নাইম উপজেলার নারহট্র ইউনিয়নের রোস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *