মতলব উত্তর উপজেলায় পূর্ব ফতেপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে তরুন আওয়ামী নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশি আবুল কাশেম বেপারীর ব্যাপক গনসংযোগ

12321180_492295324289850_7787250588560215822_n
এম. পারভেজ পাটোয়ারী : পৌর নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই নির্বাচনের হাওয়া বইছে ইউনিয়ন নির্বাচনকে ঘিরে। আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা আবুল কাশেম বেপারী চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারনা। ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন থাকলেও আবুল কাশেম ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত দলীয় নেতাকর্মী সাথে নিয়ে সাধারণ ভোটার ও গন্যমান্য ব্যক্তিদের সাথে বুক মিলিয়ে সৌজন্য সাহ্মাত করছেন ।একান্ত স্বাক্ষাতকারে আমাদের প্রতিনিধিকে জানান, বিগত নির্বাচন থেকে এপর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে রয়েছি এবং গরীব -দুঃখীদের পাশে রয়েছি। দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে ১০নং পূর্ব ফতেপুর ইউপি, ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়বো ও জনসাধারনের সেবা করে যাবো । এসময় তিনি, মহান ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দোয়া চান। শনিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর লুধুয়া মোড় থেকে মোটর শোভাযাত্রা শুরু করে লুধুয়া, নয়াকান্দি বাজার, শম্ভুখার ব্রীজ, এনায়েতনগর লিয়াকত উল্লা বাজার, রসূলপুর, নান্দুরকান্দি ও বেগমপুরসহ ইউনিয়নের বিভিন্ন স্থান গণসংযোগ শেষে নিজ বাড়িতে এসে র্যালী শেষ হয়।
গণসংযোগকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেন, তাহলে নির্বাচিত হয়ে আমি ফতেপুর পূর্ব ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের সেবা করবো এবং সর্বস্তরের মানুষের পাশে থাকবো। তিনি, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রাণ মন্ত্রী ও তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর পক্ষ থেকে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. ইলিয়াছ প্রধান, ছাত্রলীগ নেতা সোহেলসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ। আমার মুল লক্ষ্যই মানুষের সেবা করা । ১০নং পূর্ব ফতেপুরের সাধারন ভোটার আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম জানান আমরা জননেত্রী শেখ হাসিনার আর্দশের সৈনিক, ডিজিটাল ইউনিয়ন পেতে দলীয় মনোনয়ন প্রত্যাশি তরুন আওয়ামী নেতা আবুল কাশেম বেপারী কে নৌকা মাকা হিসাবে পেতে আশাবাদ ব্যক্ত করেন এবং ফতেপুর ইউনিয়ন বাসির কাছে দোয়া ও পরামশ চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *