সান্তাহারে পুলিশের বাধায় যুবদলের মিছিল পন্ড ঃ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ
আদমদীঘি প্রতিনিধি : বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বগুড়ার সান্তাহারে পৌর যুবদল ও থানা যুবদলের যৌথ আযোজনে এক বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সান্তাহারে যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবিতে মিছিল শুরু করলে আদমদীঘি থানা ও সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ ওই মিছিলে বাধা দিলে মিছিল কারীরা যুবদল অফিসের সামনে অবস্থান নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করে। সান্তাহার পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, বিএনপির নেতা ইকবাল হোসেন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান জুয়েল, বিএনপির নেতা দিলদার আলম জুয়েল, যুবদল নেতা আলম, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পাভেল, ছাত্রদল নেতা মাহাফুজুর রহমান লিটন, সোহাগ প্রমুখ। সমাবেশে বক্তাগন অবিলম্বে খালেদা জিয়ার সহ বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানায়।