লোহাগড়ায় শতবর্ষীয় ফুলমালা ও বনফুলের বয়স্কভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : অবশেষে নড়াইলের লোহাগড়ায় শতবর্ষীয় ফুলমালা বিশ্বাস ও বনফুল বিশ্বাসকে বয়স্কভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন।
“আর কত বয়স হলে ভাতা পাবেন ফুলমালা ও বনফুল” শিরোনামে সংবাদ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। টনক নড়ে উপজেলা প্রশাসনের। এর ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন এ সংক্রান্ত সংবাদ পড়ে বনফুল বিশ্বাস ও ফুলমালা বিশ্বাসের ব্যাপারে খোঁজ খবর নেন। গত রবিবার ( ২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দু’জনকে কার্যালয়ে এনে তাদেরকে দেখে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের উপর ক্ষোভ প্রকাশ করেন। পরে ভাইস চেয়াম্যন মো. কামাল হোসেন তাদের বয়স্কভাতা মুঞ্জুরির আবেদন পত্রে সুপারিশ করেন এবং নির্বাহী অফিসার মো. সেলিম রেজা উপজেলা সমাজসেবা কার্মকর্তার নিকট ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করেন।