মোল্লাহাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক সংখ্যা লঘু নেতাকে মারপিটের প্রতিবাদে মনব বন্ধন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটের গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায় নেতা ও পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক-ডাঃ মনরঞ্জন হালদারকে অন্যায় ভাবে মারপিট করার প্রতিবাদে মানব বন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সহ এলাকাবাসী। সুড়িগাতী সরকারী পুকুর নামক ষ্টান্ড ঢাকা-খুলনা মহা সড়কে গতকাল রবিবার সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় ওই মনব বন্ধন করা হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে গাওলা ইউপি আ’লীগের সভাপতি-নজরুল ইসলাম সুখ ফকির, সাবেক চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম, আ’লীগ নেতা-আঃ সবুর এবং হামলার শিকার মনরঞ্জন হালদার বলেন-তিনি সহ আ’লীগের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের সকলে মিলে ইউপি নির্বাচনে উক্ত ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক-মনোজ কুমার পালকে দলিয় মনোনয়নের পক্ষে চেষ্টা করেন। তাদের চেষ্টাকে ব্যার্থ করে আ’লীগের মনোনয়ন পান শেখ রেজাউল। দলিয় স্বার্থে ষিয়টি সকলে মেনে নিলেও প্রথমে বিপক্ষে কথা বলার সাহস দেখানোর কারনে গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে প্রকাশ্যে চাদেরহাট বাজার থেকে তাকে এলাপাথারী ভাবে মারপিট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শেখ রেজাউল। তিনি সহ উপস্থিত অনেকে আরো বলেন- সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অধ্যুষিত সুড়িগাতী/চাদেরহাট এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে। প্রভাবশালী রেজাউল চেয়ারম্যান হেন অপরাধ/যঘণ্য কিছু নেই যা তার পক্ষে অসম্ভব। মানব বন্ধনে উপস্থিত সকলে অত্যাচার-যুলুম ও নির্যাতন হতে মুক্তির জন্য স্থানীয় সংসদ সদস্য-জননেতা শেখ হেলাল উদ্দীন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্থক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, উক্ত মানব বন্ধন কালে চেয়ারম্যান রেজাউলের নেতৃত্বে হামলার আশঙ্কার কারণে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ উপস্থিত ছিল। অভিযোগ অস্বিকার করে চেয়ারম্যান শেখ রেজাউল কবির বলেন-তার এলাকার এক পরিবারের ছেলে অপর এক পরিবারের মেয়েকে অত্যাচার ও ছেলের অভিভাবক কর্তৃক মেয়ের বড় ভাইকে অন্যায় ভাবে মারপিটের ঘটনায় তিনি বিচার করার উদ্যোগ নেন, বিচারের পূর্বেই তার সামনে কয়েক যুবক ছেলের অভিভাবককে মারপিট শুরু করে, ওই সময় তিনি ঠেকাতে গেলেও ড়াঃ মনরঞ্জন তাকে দায়ী করে কথা বলায় তিনি তাকে চড় মারেন।