বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কার্গো বোঝাই পলিথিন তৈরির কাঁচামালসহ আটক ২
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকা থেকে ২৬ মার্চ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্গো বোঝাই পলিথিন তৈরির কাঁচামাল, পলিথিন ও মবিনসহ কার্গোর ড্রাইভার ও হেলপারকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। আটককৃতরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঝিলতলী গ্রামের নাজির আহমেদের ছেলে ড্রাইভার আনোয়ার হোসেন (৫৩) ও লক্ষীপুর সদর উপজেলার তোতারখিল গ্রামের জোবায়ের হোসেনের ছেলে হেলপার নূর আলম (৩০)।
বঙ্গবন্ধু সেতু থানার এসআই শফিকুল ইসলাম সিকদার জানান, রংপুর থেকে ব্যবহার নিষিদ্ধ বিপুল পরিমান পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল আসছে এমন সংবাদের ভিত্তিতে ২৬মার্চ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এসময় একটি কার্গোর ভিতর তল্লাশী চালিয়ে ৪শ’ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল, ৪০কেজি ওজনের ২৫বস্তা পলিথিন ও ৪৪বস্তা মবিনসহ ড্রাইভার আনোয়ার হোসেন ও হেলপার নূর আলমকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।