গোপালপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ; বরের জেল
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের হস্তক্ষেপে ২০ মার্চ রোববার রাতে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এঘটনায় বরকে জেল দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন জানান, উপজেলার হাদিরা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আজগরা গ্রামে একটি বাল্য বিবাহ হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান রোববার রাত ৯টার দিকে গোপালপুর থানা পুলিশকে নিয়ে ছুটে যান কনের বাড়িতে।
ওই গ্রামের গোলাপ আলির মেয়ে ও আজগরা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী মর্জিনা বেগম (১৬) এর সাথে পাশ্ববর্তী ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের জোতনা খালপাড়া গ্রামের আমজাত আলির দিনমজুর ছেলে মো. বাদশা মিঞা (৩৯)’র বিয়ের সকল আয়োজন চলছিল।
পরে ইউএনও বাল্যবিবাহের কুফল সর্ম্পকে মেয়ের পরিবারকে বুঝিয়ে এলাকাবাসির সহযোগিতায় বিয়ে বন্ধ করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর মো. বাদশা মিঞাকে ২দিনে জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।