প্রতিভা ক্রিকেটার খোঁজার লক্ষে নড়াইলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল): প্রতিভা ক্রিকেটার খোঁজার লক্ষে নড়াইলে অরুণিমা-অরিজিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার দুপুরে নড়াইলের অরুণিমা রিসোর্ট এ্যান্ড গলফ ক্লাব মাঠে অস্ট্রেলিয়ার সিডনির অরিজিন ক্রিকেট সংস্থার উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য রিয়াজ হামিদুল্লাহ। সারাদেশে যখন বিশ্বকাপ টি২০ ক্রিকেটের উত্তাপ ও উত্তেজনা সেই মুহূর্তে নড়াইলের অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব মাঠে শুরু হয়েছে আট দলীয় টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং প্রতিভা ক্রিকেটার খোঁজার আয়োজন।
আয়োজকরা জানান, এ টুর্ণামেন্টর মাধ্যমে ভালো ক্রিকেট খেলার মধ্য দিয়ে জাতীয় দলে খেলার সুযোগসহ অস্ট্রেলিয়ার সিডনিতে বিভিন্ন ক্রিকেট একাডেমিতে খেলার সুযোগ থাকবে। উদ্বোধনী খেলায় টসে জিতে গোপালগঞ্জ জেলা নড়াইলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে অরুণিমা রিসোর্ট এ্যান্ড গলফ ক্লাবের চেয়ারম্যান মোল্যা খবির উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য রিয়াজ হামিদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সিডনির অরিজিন ক্রিকেট সংস্থার উদ্যোক্তা মোঃ মাহিন আবেদিন, সহকারি উদ্যোক্তা সাদ্দাম খান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সুকতোইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, যুউকপ্রকে’র আঞ্চলিক পরিচালক কাজী আশরাফ, শাহাদাত ইসলাম, শ্রাবণ মিডিয়ার নির্বাহী পরিচালক শেখ ইকবাল হাসান শিমুল প্রমুখ।