মোল্লাহাটে জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

003
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে গতকাল বৃহঃস্পতিবার সকাল ৮.০০ টায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, এর পর শ্রদ্ধঞ্জলি অর্পন করে উপজেলা ছাত্রলীগ, প্রেস ক্লাব মোল্লাহাট ও জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। পরে শিশুদের চিত্রঙ্কন ও পুরস্কার বিতরন সহ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন- উপজেলা ভূমি সহকারী কমিশনার মোসাঃ তাসলিমা আলী, থানা অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বসার মোল্লা, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া ও তানজিল মুন্সি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিশির বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব মোল্লাহাটের সহ সভাপতি মোঃ আমির আলী, সাংবাদিক মোঃ মাকসুদ আলম ও সৈয়াদ রইসুল ইসলাম, আ’লীগ নেতা স.ম. ফিরোজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *