সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত আব্বাসের দাফন সমপন্ন
আবু হাসান, কেশবপুর (যশোর) : কেশবপুরের নাগরিক সৌদি প্রবাসী আব্বাস আলী সরদার (৪২) স্ত্রী রেহেনা পারভীন (৩৫) সৌদি আরবের আল খারিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। ২০ ফেব্র“য়ারী শনিবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় পবিত্র ওমরাহ পালন করে আব্বাস আলী সরদার, তার স্ত্রী, কন্যা ও ঝিনাইদহ জেলার ২ জনকে নিয়ে প্রাইভেটকার যোগে বাসায় ফেরার পথে আল খারিজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। নিহত অপর ২ জন ঝিনাইদহ জেলার বাসিন্দা। দুর্ঘটনায় আব্বাসের শিশুকন্যা আফসা আফরিন প্রীতি (৫) গুরুতর আহত হয়ে সৌদি আরবের আল গুহা সপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আব্বাস আলী কেশবপুর পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর এলাকার মৃত বাসতুল্য সরদারের ছেলে। গত ১০ বছর সৌদি আরবের রিয়াদ শহরে হাউজ পেন কোম্পানীর ড্রাইভার হিসেবে কর্মরত ছিলো। ১৪ মার্চ সোমবার কেশবপুর হাসপাতল চত্ত্বরে নামাজে জানাজা শেষে আব্বাস আলী সরদার ও তার স্ত্রীর লাশ ভোগতি নরেন্দ্রপুর তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, ৬নং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আলা, কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ এম কামরুজ্জামান হোসেন, সভাপতি আশরাফুজ্জামান, যুগ্ম সম্পাদক এম আব্দুল করিম, নির্বাহী সদস্য আজিজুর রহমান, সদস্য এম এ রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ।