মোল্লাহাটে আধিপাত্য এবং নির্বাচন নিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনায় আহত ৪০

020
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :মোল্লাহাটে ইউপি নির্বাচনে উদয়পুর গ্রামের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলির ঘটনায় অন্তত ৪০ ব্যক্তি যখম এবং কয়েকটি বাড়ী/ঘর ভাংচুর হয়েছে। উদয়পুর উত্তরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উক্ত সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। চাঞ্চল্যকার উক্ত ঘটনায় ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে প্রকাশ-উদয়পুর ইউপির ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ কামরুল মোল্লা ও পাশের বাড়ীর কামাল মোল্লা ওই ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় আধিপাত্য নিয়ে কামরুলের বিরোধী পক্ষের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুর শরীফ ও বর্তমান মেম্বার আজিজুর রহমান মুকু ২নং ওয়ার্ডে কামালের পক্ষে প্রচারনা চালান। এমনকি গত বৃহস্পতিবার রাতে মিথ্যা নারী ঘটিত কেলেংকারীর অভিযোগে কামরুল মেম্বারের আপন ভাই রহিছ মোল্লাকে মারপিট করে আজজুর রহমান মুকু ও তার লোকজন। ওই ঘটনার পর কামরুল মোল্লা ও তার লোকজন আজিজুর রহমান মুকু সহ তার পক্ষের কয়েক ব্যক্তিকে মারপিট করে। এর পর গতকাল সকালে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে দুউ পক্ষ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত সংঘর্ষে ১০ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়া সহ অন্তত ৪০ ব্যক্তি যখম হয়। এছাড়া ৫/৭টি বাড়ী-ঘর ভাংচুর হয়েছে বলেও জানা গেছে। এক পর্যায়ে পুলিশ ১২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যখমিদের মাঝে যাদেরকে মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন-শরিফুল (২৫), ফারুক মোল্লা (৫০), মরিয়ম বেগম (৪০), রবিউল মোল্লা (৪০), শফিক মোল্লা (২৬), আরমান শরীফ (৩২), সাহেব শরীফ (৬৫), মাহাবুর মোল্লা (৩২), সাদ্দাম হোসেন (২৮), মিরাজ মোল্লা (৩২), আকবর হোসেন (৫০), ইমদাদ মোল্লা (৩০), সিরাজ মোল্লা (৪৫), হাফসি বেগম (৫০), আকরাম শেখ (২৫), আছাদ মোল্লা (৩৮), ইলাহি বিশ্বাস (৩৮), আবুল কালাম আজাদ (৫২), বাবর মোল্লা (২৮), নান্নু মোল্লা (৪৫), জালাল মোল্লা (২০), সুখ মিয়া (২৭), নাদের মোল্লা (৩০), মিরাজ শেখ (৩০), আবু সিদ্দিক (২৫), জামাল শরীফ (৩৫), মিন্টু মুন্সি (৪২), আবদুল গাজী (১৬), জাকারিয়া মোল্লা (২৮), টুকু শরীফ (৪৬), শওকত শরীফ (৪০), লেয়াকত শরীফ (৩৮) ও সুরমান খান (৫৫)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ওই ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন বলেন-খুলনা থেকে এক মহিলাকে ভাড়া করে এনে জনতার হাতে ধরা পড়ে রহিচ মোল্লা, ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। কামরুল মেম্বার বলেন-তার জন প্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষ তার নিরাপরাধ ভাইয়ের নামে অপবাদ দেয়ার মাধ্যমে তাদের পারিবারিক ইমেজ নষ্ট করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *