মসুরের বাম্পার ফলনের আশা কৃষক মতিউরের

Bagatipara-Pic-12
বাগাতিপাড়া প্রতিনিধি :চলতি মৌসুমে রবিশস্য মসুরের ডালের বাম্পার ফলনের আশা করেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অধিদপ্তর ও চাষীরা। উপজেলার মাঠে মাঠে এখন মসুর ও বিভিন্ন ডালজাতীয় ফসলের সমাহার। নয়নাভিরাম ফসলের এসব খেত প্রতিটি মানুষের নজর কাড়ে। মাঝখানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে একটু সমস্যা হলেও বর্তমানে তা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। আর লক্ষমাত্রার চাইতে বেশী ফসল কৃষকের ঘরে উঠবে বলে আসা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাগাতিপাড়া উপজেলাতে গত বছরে ৩৮২০ হেক্টর জমিতে মসুরের চাষ হলেও এবার চলতি মৌসুমে ৩৮২৫ হেক্টর জমিতে মসুরের চাষ হয়েছে। মসুরের গাছে ভালো ফল হওয়ায় কৃষকরাও বাম্পার ফলনের আসা করছেন। উপজেলার চকহরিরামপুর গ্রামের কৃষক মতিউর রহমান তার ১২ বিঘা জমিতে মসুরের চাষ করেছেন। চকহরিরামপুর মাঠে তার জমির পাশে অন্যান্য কৃষকদের মধ্যে আমজাদ হোসেন সাদু, সাজদার রহমান, মুক্তার হোসেন মসুর চাষ করেছেন। সকলের জমিতেই মসুরের যেমন গাছ তেমনি ফল দেখে যেন চোখ জুড়িয়ে যায়। কৃষকদের আসা প্রতিবিঘায় প্রায় সাত থেকে আট মন হারে ফলন হবে। উপজেলার চকহরিরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কৃষক মতিউর রহমান জানান, ‘আমি দীর্ঘদিন যাবত মসুরের চাষ করি ফলনও ভালো হয়। আমার মসুরের ফলন ভালো হওয়ায় অনেকেই অন্য ফসল না করে মসুর চাষে উৎসাহী হয়েছেন এবং আমার কাছে পরামর্শ নেয়। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারনে ভাইরাসের আক্রমনে ফুল আসার সময় পাতা লাল হওয়ায় ছত্রাক নাষক স্প্রে করে তা কাটিয়ে উঠি। এবারেও আসা করছি প্রতি বিঘায় আমার সাত থেকে আট মন হারে মসুরের ফলন হবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ বাবলু কুমার সূত্রধর জানন, ‘আবহাওয়া জনিত সমস্যা একটু হলেও আমরা কৃষকদেরকে নিয়ে মিটিং, উঠান বৈঠক, মাঠ দিবস এবং কিটনাষক দোকানীদের পরামর্শ দেওয়ার মাধ্যেমে তা কাটিয়ে উঠি। গত বছরের চাইতে চলতি মৌসুমে রবিশস্য হিসাবে মসুরের বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। আমাদের প্রত্যাশা প্রতি হেক্টরে ১.৩০ মেট্রিকটন হারে ফলন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *