পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি ও শান্তির দাবিতে বান্দরবানের রুমায় র্যালি ও আলোচনা সভা
রুমা(বান্দরবান) সংবাদদাতা: পার্বত্যাঞ্চলের পাহাড়ি-বাঙ্গালি সকল জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়ে রুমা সদরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। গত বৃহস্পতিবার(১০মার্চ) বেলা সাড়ে ১১টায় রুমা বাজারে এ র্যালিটি আয়োজন করে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(কেএনডিও)।
জনসংহতি সমিতি‘র সাবেক সহ সভাপতি ও ইডেন পাড়া সাবেক কারবারি জিংআল বম‘র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন রুমা বাজার পরিচালনা কমিটি সভাপতি ও আওয়ামীগের সহ-সভাপতি উজ্জল ধর, বাজার পচিালনা কমিটি সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খলিলুর রহমান, বিএনপি সাংগঠনি সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ ও বম ছাত্র সংগঠনের সম্পাদক আমং বম। পরিচালনা করেন কুকি-চিন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক লুংঙা খুমি। বক্তারা বলেছেন পার্বত্যাঞ্চল উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সকল জনগোষ্ঠেীর মধ্যে সম্প্রীতি ও শান্তি বজায় রাখা। তা নাহলে উন্নয়ন কাজ ব্যাহত হবে। এখানে কোনো বিশেষ গোষ্ঠীর চাঁদাবাজি ও জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করলে চলবেনা। এসব কাজ বন্ধ রেখে পাহাড়ি বাঙ্গালি এক কাটারে থেকে যেকোনো উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে হবে। বক্তারা আরো বলেন বিদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী দলকে এখানকার মাটিতে প্রশ্রয় দেয়া যাবেনা। আইনশৃঙ্খলা বাহিনীকে এ নিয়ে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। কয়েকমাস আগে রুমা ও রাঙ্গামাটির দুর্গম বড়থলি ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া বম সম্প্রদায়ের এক যুবকসহ দুই পর্যটকের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।
এর আগে হরি মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে রুমা বাজার চারি দিকে প্রদক্ষিণ করা হয়।