সাপাহারে নবাগত ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী ফাতেমা

Photo Sapahar, 11,3,16 (ballo bebho)
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁর সরাসরি হস্তক্ষেপে উপজেলা সদর মানিকুড়া উত্তর পাড়ায় একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। সে সাথে নির্বাহী অফিসার ওই গ্রামে গিয়ে বাল্য বিবাহ সহ সমাজ থেকে সকল অন্যায় কাজ বন্ধে গ্রামবাসীদের হাত তুলে ওয়াদা করিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের হত দরিদ্র লুৎফর রহমানের নবম শ্রেণীতে পড়–য়া কন্য মোসাঃ ফাতেমা খাতুন (১৬) নামের এক ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার,তাৎক্ষনিক পুলিশ প্রশাসন সাংবাদিক নিয়ে ওই বিয়ে বাড়ী অনুষ্ঠানে হাজির হন। এর পর গ্রামবাসী কনে সহ কনের পিতা মাতাকে উপস্থিত করে বাল্য বিবাহের কুফল সর্ম্পেকে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনে উপজেলা শিক্ষা ফান্ড থেকে দরিদ্র পরিবারের মেয়েটির লেখা পড়ার খরচ চালানোর ঘোষনা দিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এর পর জুম্মার নামাজ শেষে নির্বাহী অফিসার আবারো গ্রামবাসীদের একত্র করে ওই গ্রাম থেকেই সাপাহার উপজেলাকে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক মুক্ত সাপাহার গড়ার ঘোষনা দেন এবং বিয়ে বাড়ীতে রান্না করা সকল খাবার কোন আতœীয় স্বজন ও গ্রামবাসীদের না খেয়ে কোন এতিম খানায় পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *