ইউনিয়ন পরিষদ নিরর্বাচন ২০১৬ ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কে মডেল করার স্বপ্ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী পল্লি বন্দু মোঃ লিয়াকত বেপারী
মোঃ জাবেদ হোসেন : আসন্ন চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গরিব দুঃখি মেহনতী মানুষের পল্লি বন্দু ২নং ওয়ার্ড মোঃ লিয়াকত বেপারী । দ্বিতীয় বার নিরর্বাচিত বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী শিক্ষা অনুরাগী। ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত শেকান্তর বেপারীর ছেলে মোঃ লিয়াকত বেপারী তিনি ২ ছেলে ১ মেয়ের জনক । জনগনের পাশে বিপদে অ াপদে যাকে সব সময় দেখা যায়। এ বিয়য়ে মেম্বার প্রাথী পল্লি বন্দু মোঃ লিয়াকত বেপারী এক সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের প্রতিবেদক কে জানান,আমার ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২শত ৩ জন । আমি ৩১ মার্চ নির্বাচনে মেম্বার পদে বিজয় লাভ করলে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কে মডেল হিসেবে গড়ে তুলবো। নির্বাচনে জয়ী হয়ে প্রথমে অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়ে যাদের থাকার স্থান নাই তাদের কে সরকারের মাধ্যমে থাকার স্থানের ব্যবস্থা করবো, আমার ওয়ার্ডের ৭৫ ভাগ লোকই অসহায় দারিদ্রতায় ভুগছে, তাদের পাশে দাড়িয়ে দারিদ্রতা দূর করার চেষ্টা করবো, বিধবা মায়েদের যারা বিধবা ও বয়স্ক ভাতা পায়নি তা ব্যবস্থা করে দিব, মাদক পতিরোদে এগিয়ে যাব ,অন্ধ ও প্রতিবন্ধী মানুষের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সাধ্যমত তা দেওয়ার চেষ্টা করবো। এরপর এলাকা থেকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড দূর করবো, রাস্তা-ঘাট উন্নয়নে ও বিশেষ করে কবরস্থানের উন্নয়ন মূলক কাজ করবো, বাল্যবিবাহ প্রতিরোধ আমার শতভাগ নজরদারি থাকবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমার জয় সু-নিশ্চিত। ভোটাররা কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারলে আমি জয়লাভ অবশ্যই করবো। আমি কাজে এবং কথায় বিশ্বাসী। জনগনের কাছে বিশ্বাস সৃষ্টি করার মতো আমি অনেক কাজ করেছি, কাজের মূল্যায়ন জনগনের দেয়া ভোট থেকে প্রমান পাবো। আগামী ৩১ মার্চ রাত্রে সেই প্রমানের অপেক্ষায়………………….।