মুক্তিযোদ্ধা সংগঠক খান নাজির আহমেদ এর স্মৃতি সংরক্ষণে লোহাগড়ায় স্মৃতি ফলক উন্মোচন ও আলোচনা সভা
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা সংগঠক খান নাজির আহমেদ এর স্মৃতি সংরক্ষণে স্মৃতি ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে মাইটকুমড়া খান নাজির আহমেদ এর বাসভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা সংগঠক ও লোহাগড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শা. ম. আনয়ারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. গোলাম কবির, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন নূর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহম্মেদ, শিক্ষানুরাগি মো. শাহাদত হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি সৈয়দ খায়রুল আলম প্রমুখ। বক্তারা এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে খান নাজির আহমেদ এর স্মৃতি ফলক উন্মোচন করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ ।
উপজেলা মাইটকু মুক্তিযোদ্ধা সংগঠনের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হায়াতুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধা, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল হাসান, সাংবাদিক কাজী আশরাফ, জাহিদুল ইসলাম, ওবায়দুর রহমানসহ সুধীজন।