শিক্ষার উন্নয়নে নিরলস কর্মী শিক্ষা কর্মকর্তা ফাইজুল
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম। সরকারী ছুটির দিনে স্কুল মনিটরিং করাসহ শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের বাইরেও ফ্রি কোচিং এর ব্যবস্থা করাসহ যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে বিগত বছরের চাইতে বর্তমান বছরে অনেক ভালো রেজাল্ট হয়েছে পঞ্চম শ্রেণীর সমাপণী পরীক্ষায়। নিজ কর্তব্যের প্রতি অবহেলা পরায়ন কিছু ফাঁকিবাজ শিক্ষকের কাছে তিনি এখন আতংকের অফিসার হিসাবে খ্যাত।
সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর অনেক প্রধান শিক্ষকই বিভিন্ন অফিসিয়্যাল কাজের দোহাই দিয়ে উপজেলা চত্ত্বরে অহেতুক সময় কাটাতো। কিন্তু বর্তমানে তার চিত্র সম্পূর্ন পাল্টে গেছে এখন আর কোন শিক্ষককে বিনা প্রয়োজনে দেখা যায় না। শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও মান উন্নয়নের জন্য এখন প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতিদিন চারটি বিষয়ে ক্লাস নেয়া ও নিয়মিত ক্লাস মনিটরিং করার নির্দেশনা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ত্রৈমাসিক পরীক্ষার পূর্বে সাপ্তাহিক পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরের রেজিষ্টার তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। আবার কোন্ শিক্ষকের ক্লাস কখন, তা জানার জন্য প্রত্যক শিক্ষকের মোবাইল নম্বরসহ ক্লাস রুটিং এর একটি কপি উপজেলা শিক্ষা অফিসে দেয়া বাধ্যতামূলক করা হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় পত্র এবং ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস যেমন বাধ্যতামূলক তেমনি শিক্ষকদের দায়িত্ব পালনকালীন সময়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আলাদা এ্যাব্রোন পরিধাণ করার নিয়ম চালু করা হয়েছে যা মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানা যায়। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে কোন সেবা পাওয়ার জন্য শিক্ষকদের এখন আর ধর্ণা ধরতে হয় না। কোন রুপ তদবির ছাড়াই পেনশান, গ্র্যাচুইটি, জিএফ লোন, লাম্পগ্র্যান্ট সহ সকল সুযোগ সুবিধা নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করার ব্যবস্থা করা হয় বলে জানা যায়। শিক্ষা কর্মকর্তার দাবী সকল বিষয়ে যথা সময়ে সেবা প্রদান নিশ্চিত করা হবে। কিন্তু বিনিময় একটাই প্রধান শিক্ষক সহ প্রত্যক শিক্ষককে স্কুলে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করাসহ নিজ কর্তব্যের প্রতি আনুগত্যশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। তাহলে আগামীতে সকল শ্রেণীতে আরো ভালো রেজাল্ট করা সম্ভব হবে। বিগত বছরের চাইতে ভালো রেজাল্ট, শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের জন্য যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, ‘ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমদ স্যারের সার্বিক সহযোগীতায় প্রত্যকটি বিদ্যালয়ে নিয়মিত ক্লাস ছাড়াও পিএসসি পরীক্ষার্থীদের জন্য স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক দ্বারা সকালে এক ঘন্টা করে ফ্রি কোচিং সিস্টেম চালু করায় ভালো রেজাল্ট করানো সম্ভব হয়েছে।’ শনিবার সরকারী ছুটি থাকলেও তিনি ছুটি ভোগ না করে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। নিজ কর্তব্যের প্রতি অবহেলা পরায়ণ শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের কারনে ফাঁকিবাজ ওই সকল শিক্ষকদের কাছে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম আতংকের অফিসার হিসাবে খ্যাত হয়েছে। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সঠিক তদারকির কারণেই প্রাথমিক বিদ্যালয়ে ভালো রেজাল্ট সম্ভব হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন এবং প্রশাসনিক তদারকি অব্যাহত থাকলে বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আরো উন্নয়ন হওয়া সম্ভব।’