মোল্লাহাটে ৬ ইউপি নির্বাচনে সব ক’টিতে চেয়ারম্যান পদে একক এবং সংরক্ষিত-৬০ ও সাধারণ-১৮৫ প্রার্থী
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে ৬ ইউপি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে আ’লীগের একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এবং সংরক্ষিত মহিলা সদস্য-৬০ ও সাধারণ সদস্য পদে ১৮৫ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সুত্রে প্রকাশ- মোল্লাহাটের ৬ ইউপি নির্বাচনে গত ২২ ফেব্রুয়ারী বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ ইউপিতে একক ও ২ ইউপিতে আ’লীগ ও সতন্ত্র মিলে ৫ জন সহ মোট-৯জন এবং সংরক্ষিত মহিলা সদস্যা-৬৪ জন ও সাধারণ সদস্য-২১৬ জন মনোনয়ন দখিল করেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৪টি ইউপির একক ও আ’লীগের মনোনয়ন দাখিল করেন-আটজুড়ি ইউপি-মোঃ মশিউর রহমান মিয়া, উদয়পুর ইউপি-এস কে হায়দার মামুন, কুলিয়া ইউপি-মোঃ বাবলু মোল্লা ও কোদালিয়া ইউপি-বি এম বি জামান সাইফুল। এছাড়া চুনখোলা ইউপি-মোঃ তানজিল হোসেন মুন্সি (আ’লীগ) ও মোঃ শাহজাহান শেখ (সতন্ত্র) এবং গাওলা ইউপি-শেখ রেজাউল কবির (আ’লীগ), সরদার সাহিদুল ইসলাম (সতন্ত্র) ও সরদার সোহেল রানা (সতন্ত্র)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন গতকাল ও এর পূর্বে চুনখোলা ইউপির সতন্ত্র প্রার্থী শেখ শাহজাহান এবং গাওল ইউপির সতন্ত্র প্রার্থী সরদার সাহিদুল ইসলাম ও সরদার সোহেল রানা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সব ক’টিতে আ’লীগের একক প্রার্থী রয়েছেন। ফলে তারা সকলেই নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া বাছাইতে সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৬৪ জন থেকে ৩জন বাদ পড়ায় ৬১ জন ও সাধারণ সদস্য পদে ২১৬ জন থেকে ১২ জন বাদ পড়ায় ২০৪ জন প্রার্থী প্রদ্বিন্দ্বিতার জন্য বৈধ বলে ঘোষিত হণ। সব শেষে গতকাল পর্যন্ত ১জন সংরক্ষিত ও ১৯ জন সাধারণ সদস্য পদ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ৬০জন সংরক্ষিত ও ১৮৫জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি রয়েছেন।