কাহালুতে মাধ্যমিক স্কুল গুলোতে অতিরিক্ত রেজিষ্ট্রিশন ফি আদায়

কাহালু(বগুড়া)প্রতিনিধি : কাহালুতে মাধ্যমিক স্কুল গুলোতে জেএসসির শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত রেজিষ্ট্রিশন ফি আদায় করছে বলে অভিযোগ পাওয়াগেছে।
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রি শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিয়োগে যখন সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে শোকোজ করেছেন। ঠিক সেই সময় তা উপেক্ষা করে কাহালুর বিভিন্ন মাধ্যমিক স্কুল গুলোতে ৮ শ্রেণীর শিক্ষার্থীদের জেএস সির পরীক্ষার অতিরিক্ত রেজিষ্ট্রিশন ফি আদায় করা হচ্ছে। জানাগেছে জিএসসি রেজিষ্ট্রিনের নির্দ্ধারিত (বোর্ড) ফি ১ শ’৩৫ টাকা। সেখানে আদায় করা হচ্ছে সাড়ে ৩ শ’ টাকা থেকে সাড়ে ৪ শ’ টাকা পর্যন্ত। প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে ২শ’ ১৫ থেকে ৩ শ’ ১৫ টাকা পর্যন্ত। এব্যাপারে উপজেলার শেখাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলীর সাথে কথা বলা হলে তিনি জানান রেজিষ্ট্রিশন ফি ১শ’৩৫ টাকা ঠিকই কিন্তু বিভিন্ন খরচের জন্য আমরা প্রতিটি শিক্ষার্থীর নিকট থেকে সাড়ে ৩ শ’টাকা করে নিচ্ছি। নারহট্ট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সাথে কথা বলা হলে তিনি জানান প্রতিষ্ঠান চালাতে গিয়ে বিভিন্ন খরচা হয়। সে জন্য রেজিষ্ট্রিশন ফি বাবদ এবার আমরা শিক্ষার্থীদের নিকট থেকে একটু বেশী অর্থাৎ ৪ শ টাকা করে নিচ্ছি।বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন এর সাথে কথা বলা হলে তিনি অতিরিক্ত রেজিষ্ট্রিশন ফি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *