সুন্দরবনের বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড

Coast Guard bangladesh
মনির হোসেন, মংলা (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুরত আলীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) জোনাল কমান্ডার কাজী মেহেদী মাসুদ জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গহীন সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্ট গাডের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধানসহ অন্যান্য সদস্যরা দ্রুত বনের মধ্যে পালিয়ে গেলেও অভিযানকারীদের হাতে ধরা পড়ে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুরত আলী (৩১)। এ সময় আটক দস্যুর কাছ থেকে একটি একনালা বন্দুক ও দু’টি পাইপ গানের সরঞ্জামাদিসহ ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক বনদস্যুর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *