চিতলমারীতে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকা প্রতীকের নির্বাচিত ৭ চেয়ারম্যান
মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী (বাগেরহাট):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্যে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ উপজেলায় ৭টি ইউনিয়ন, ৬৩টি ওয়ার্ড ও ২১টি সংরক্ষিত মহিলা সদস্যপদ রয়েছে।
এর বিপরীতে চেয়ারম্যান পদে ৯টি, সদস্য পদে ২৫৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র বাছাইয়ের দিন। চেয়ারম্যান পদে ৯টি মনোনয়ন পত্রের মধ্যে ২টি বাতিল ৭টি ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। চেয়ারম্যানরা হলেন, নৌকা প্রতীকের বড়বাড়িয়া ইউনিয়নের মো: মাসুদ সরদার, কলাতলা শিকদার মতিয়ার রহমান, হিজলা কাজী আমজীর আলী, চরবানিয়ারী অশোক কুমার বড়াল, সন্তোষপুর সামিয়া আক্তার বিউটি, চিতলমারী সদরের আলহাজ্জ্ব নিজাম উদ্দিন শেখ, শিবপুরের অহিদুজ্জামান কাকা মিয়া।