কাহালুতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ কাহালুতে ২১ ফেব্র“য়ারী মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ১২.০১ মিনিটে উপজেলা চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পু®পমাল্য অর্পনে মধ্যে দিয়ে দিবসের কর্মসূচীর সূচনা হয়। এর পর উপজেলা পরিষদ,পৌর সভা উপজেলা আওয়ামীলীগ,বিএনপি কাহালু প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পু®পমাল্য অর্পন করা হয়। এছাড়া দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্য্যদেয়ের সাথে সাথে সরকারী বে-সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠনের ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন। পদযাত্রা, চিত্রাংকন প্রতিযোগীতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী,পৌর মেয়র উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,মমতা আরজু কবিতা, সহকারী কমিশনার (ভূমি) এ এম জহিরুল হায়াত,অফিসার ইনর্চাজ(ওসি)সমিত কুমার কুন্ডু,উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।