মহেশপুরে কনিকা সীড কোম্পানী (প্রাঃ) লিমিটেডের আয়াজনে ডিলার /রিটেইনার কনফারেন্স অনুষ্ঠান ।

মহেশপুর(ঝিনাইদহ ) সংবাদদাতা : গতকাল ১৮ই ফেব্রয়ারী ঝিনাইদহে মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারন অফিস কনফারেন্স রুমে। উচ্চ ফলনশীল পাটবীজ বিপনন ও সম্প্রাসারন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপজেলার সকল পাটবীজ ডিলারদের উপস্থিততে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার মোঃ আবু তালহা ও সভাপতি কনিকা সীড কোম্পানী দর্শনা চুয়াডাঙ্গার এমডি এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি বলেন উপজেলার মাটি র্উবর পাটচাষে উপযুগি প্রযোজন ভালো মানের পাটবীজ । আর উন্নত পাটবীজ চাষিদের হাতে তুলে দিতে ডিলাদের পরার্মশ প্রদান করেন । তিনি আরও বলেন আমাদের দেশ কৃষি নির্রভরশীল দেশ সোনালী আশ পাট চাষ করে আমরা বৈদেশি মুদ্রা র্অজন করতে পারি । কনিকা সীড কোম্পানীর এমডি বলেন সোনালী স্বপ্নের বাংলাদেশ কনিকা পাটবীজে ফলন বেশ“ কনিকা সীডসৃ এর অঙ্গিকার, ক্ষুধা মুক্ত দেশ গড়ার“ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *