বাগাতিপাড়ায় ছাগল চুরির সময় জনতার হতে দুই চোর আটক
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় জিগরী এলাকায় বৃহস্পতিবার বিকালে ছাগল চুরির সময় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। চোরদের মধ্যে একজন শিশু আবুল বাসার (৮) পিতা জালাল উ্িদ্দন ও আরিফ হোসেন (২৮) পিতা আলাউদ্দিন দুজনের বাড়ী নাটোর সদর থানার দত্তপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিগরী বাজারের পাশে ঈদ মাঠে পশ্চিমে খিদ্রমালঞ্চি কান্দিপাড়া গ্রামের জমেলা বেগম ছাগল বেধে রাখে। বিকাল তিনটার দিকে অটো চালক আরিফ জিগরী বাজারের পশ্চিম পাশের রাস্তায় অটো দাড় করিয়ে শিশু আবুল বাসারকে ছাগলের দড়ি কাটতে পাঠায়। শিশু চোর আবুল বাসার দড়ি কেটে ছাগল নিতেই জমেলা দেখতে পেয়ে চিৎকার করলে বাজারের লোকজন চোর দু’জনকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে।
এব্যপারে বাগাতিপাড়া মডেল থানার কর্তব্যরত এসআই রুস্তম আলী জানান, ‘চোর দু’জনের মধ্যে একজন শিশু হওয়ায় তাকে তার অভিভাবকের হাতে দেওয়া হচ্ছে আর অপরজনকে ভ্রাম্যমানে হাজির করা হবে।’