বুয়েটের পরীক্ষা ছাড়া সান্তাহারে দেশের প্রথম বহুতল খাদ্য গুদাম হস্তান্তর না নেয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর
আদমদীঘি প্রতিনিধি : সোলার সিস্টেম এবং স্থাপনার ব্যাপারে বুয়েট এর বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া দেশের প্রথম শিতাতপ নিয়ন্ত্রীত বহুতল খাদ্য গুদাম হস্তান্তর না নেয়ার জন্য প্রকল্প পরিচালক সহ খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের নির্র্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি তাঁর উত্তরাঞ্চল সফরের প্রথম দিন বুধবার বিকেল পাঁচটায় বগুড়ার সান্তাহার সাইলোতে নির্মানাধীন বহুতল খাদ্য গুদাম পরিদর্শনকালে এ নির্র্দেশ দেন। তিনি জানান জাইকার আর্থিক সহায়তায় প্রায় পৌনে তিন শত কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের এ খাদ্য গুদাম নির্মানের মুল কাজ প্রায় শেষ। এখন সংযোগ সড়ক ও রেললাইন স্থাপন এবং স্টাফ কোয়াটার নির্মান শেষ হলেই এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। নির্মানাধীন এখাদ্য গুদামের ধারণ ক্ষমতা নিয়ে দ্বি-মতের বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন, জাইকা কখনো ফাঁকিবাজি কাজ করে না। পরিদর্শন কালে বহুতল খাদ্য গুদাম নির্মান প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা, পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ জাকির হোসেন সহ খাদ্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।