কাহারোরেলে সরকারী খাস পুকুরের ২টি গাছ কেটে নিয়ে গেছে।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলের সরকারী খাস পুকুরের পাহাড়ী জায়গায় সরকারী ২টি গাছ কর্তন করেছে। ধর্ম মহান্তর ছেলে সনাতন মহান্ত। জানাগেছে, কাহারোল উপজেলার ৪নং তারগাও ইউপির পশ্চিম সুলতানপুর পাঁচগছিয়া গ্রামের সরকারী খাস পুুকুরে সরকারী দুইটি গাছ এর মধ্যে ১টি চন্দন গাছ ও ১টি ইউকেলেকটর গাছ কেটে নিয়ে গেছে ধর্ম মহান্তর ছেলে সনাতন মহান্ত, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে স্থানীয়রা জানিয়েছে।