অবসরের প্রায় বছর পার হলেও প্রয়োজনীয় কাগজপত্র দিতে তালবাহানা বাগাতিপাড়ায় নূরপুর মালঞ্চি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষকের অভিযোগ
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবসর গ্রহনের প্রায় বছর পার হলেও প্রয়োজনীয় কাগজপত্র দিতে তালবাহানা করার অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগম। সূত্রে জানা যায়, উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তিনি নিষ্ঠার সাথে ৩৮ বছর ওই বিদ্যালয়ে চাকুরী করেছেন। গত বছর ১১ মার্চ চাকুরী হতে অবসর গ্রহন করেন। বর্তমানে প্রায় বছর পার হলেও প্রধান শিক্ষক মাহবুব রহমান অবসর কল্যানভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র দিতে তালবাহানা করছেন বলে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন অবসরে যাওয়া সহকারী প্রধান শিক্ষিকা হামিদা বেগম। তিনি আরো অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ নিয়োগ পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও তৃতীয় স্থান অধিকারী জিগরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব হোসেনকে ডিজি প্রতিনিধির স্বাক্ষর ও সীল বাদ রেখেই বিনা রেজুলেশনে সভাপতি জোর পূর্বক নিয়োগ দেন মাহবুব হোসেনকে। পরে প্রতিকার চেয়ে হামিদা বেগম শিক্ষা অধিদপ্তরে আবেদন জানান এবং আদালতে মামলা দায়ের করা হয়। মামলার ডিগ্রি ও ডিজি প্রতিনিধির অভিযোগ থাকা সত্ত্বেও ওই প্রধান শিক্ষকের এমপিও হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। আদালতে মামলা ও বিভিন্ন সরকারী অফিসে অভিযোগ তলে না নেয়া পর্যন্ত অবসরের প্রয়োজনীয় কাগজপত্র দিতে অস্বিকার করেছেন বলে অভিযোগ করা হয়।
এব্যাপারে নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন অভিযোগ অস্বিকার করে জানান, উনার একটা সমস্য আছে। সমস্যার কারনে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা দিওয়া হবে।