চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ; ২ চোরাচালানী আটক

Chuadanga Pictutre---( BGB Indian Medicine Atok)
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিজিবি-৬ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া নামক জায়গা থেকে ২ জন চোরাচালানীসহ ৫১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে।
বুধবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর তত্ত্বাবধানে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের ইটভাটার পাশ্ববর্তী জায়গা হতে একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-৭৫৯৬) আটক করে। এ সময় কারের মধ্য থেকে ৬২ হাজার ৪শ টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট, ১৪ হাজার ৮শ টি ভারতীয় ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, ২ টি মোবাইল সেট জব্দ করা হয়। এসব ঔষুধের দাম ৫০ লাখ ৯৫ হাজার টাকা। সেই সাথে ২ জন চোরালানীকে আটক করে বিজিবি। আটককৃতরা হচ্ছে-মেহেরপুর জেলার সদর উপজেলার আশরাফপুর গ্রামের মাওলাদ হাজীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২) ও মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের মোঃ কাসেদ আলীর ছেলে রকিবুল ইসলাম (২৬)। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *