মোল্লাহাটে আ’লীগের প্রার্থী নির্বাচন নিয়ে হাতাহাতি ও গুলির ঘটনা
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উদয়পুর ইউপি আ’লীগের দলিয় প্রার্থী নির্বাচনে নিয়ম লংঘনের অভিযোগে দুই পক্ষের বাক-বিতন্ডা ও হাতাহাতি সহ গুলির ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আ’লীগের অফিস চত্বরের ওই ঘটনায় কেউ গুরতর যখম না হলেও বেশ কিছুক্ষণ শতাধিক দোকান/ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। পরে পুলিশি হস্থক্ষেপে পরিবেশ স্বাভাবিক হলে সকল দোকান/ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়।
প্রত্যক্ষ দর্শি ও পুলিশ সুত্রে প্রকাশÑইউপি নির্বাচনের তফশিল ঘোষণার পর আ’লীগের দলিয় প্রার্থী নির্বাচন করে মনোনয়নের জন্য জেলা আ’লীগের নিকট তালিককা প্রেরনের নির্দেশনা আসে উপজেলা আ’লীগের প্রতি। ওই নির্দেশনা উপেক্ষা করে সম্ভাব্য সকল প্রার্থীর নামের তালিকা পাঠানোর কথা বলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা। ওই কথার জবাবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লার ছেলে মনোনয়ন প্রত্যাশি আল মামুন মোল্লা ও তার সমর্থকরা প্রতিবাদ করায় দুই পক্ষের হাতাহাতির ঘটনার মাঝে কেউ একজন ফাকা গুলি করে আতংক সৃষ্টির চেষ্টা করে। ওই সময় দ্রুত পুলিশ উপস্থিত হওয়ার কারনে বড় ধরনের অঘটন ঘটেনি বলেও জানান অনেকে । ওই বিষয়ে জানার জন্য উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাসকে মোবাইল করলে তিনি গাড়ীতে আছেন এবং কথা বুঝতে পারছেন না বলে জানান।