পেকুয়ায় এসএসসি পরীক্ষায় বহিষ্কার-২ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ-ভাংচুর
মোরশেদ আল চৌধুরী বান্দরবান : পেকুয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এর ইংরেজী ২য় পত্র পরীক্ষায় দু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার নকল করার দায়ে এ দুজনকে বহিষ্কার করে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন মো: শেখ আহমদ রোলন ং ১১৯৯৮০ ও শাহরিয়া আফ্রিদি যার রোল নং ১১৯৯৬৪। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে দুজনই পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশনের বিজ্ঞান বিভাগের ছাত্র। ওই দিন চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক একটি পরিদর্শন টিম উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে কেন্দ্র -২ থেকে পরিক্ষা পরিদর্শন টিম প্রধান ইকবাল হোসাইন তাদের বহিষ্কার করেন। এদিকে ছাত্র বহিষ্কারের জের ধরে ক্ষুদ্ধ হয়ে উত্তেজিত শিক্ষার্থীরা চেয়ার টেবিল ভাংচুর করেন। খবর পেয়ে পেকুয়া থানা অফিসার ইনচার্জ জিয়া মো: মোস্তাফিজ ভূইয়া নিদের্শে এসআই বিমল কান্তি এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য যে, মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে সারা দেশের ন্যায় পেকুয়ায় পৃথক দুটি কেন্দ্র পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশন ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী সংখ্যা ছিল ৮২৫জন। ছাত্র সংখ্যা ৪৩৫ এবং ছাত্রী সংখ্যা ৩৯০জন। অনুপস্থিত ছিল একজন ছাত্রী। পরিক্ষা কেন্দ্র পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বিএ(অনার্স)এমএবিএড। হল সুপার শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম, সহকারী হল সুপার ছিলেন বারবিকয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।