বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল, চা-পাতা ও অবৈধ পথে ভারত থেকে আসা আটক ৮
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল চ-াপাতা ও অবৈধ পথে ভারত থেকে ফেরার পথে ৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ভোর ৬টা থেকে ৮টা পর্যান্ত এসব পন্য ও লোক আটক হয়।
২১ বিজিবি বেনাপোল দৌলতপুর ক্যাম্পের সুবেদার শামছুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে দৌলতপুর আমবাগানের ভিতর থেকে ভারত থেকে অবৈধপথে আসা ৮ জন বাংলাদেশী নারী পুরুষ সহ ৬০০ কেজি ভারতীয় নি¤œমানের চা পাতা উদ্ধার করা হয়।
অপরদিকে পুটখালি ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সংলগ্ন ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে কয়েকজন চোরাচালানি আসলে তাদের ধাওয়া করলে তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি থেকে ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অবৈধ পথে ভারত থেকে ফেরত আসা বাংলাদশীরা হলো Ñলিপিকা দাস(২২) লিটন দাস (২৮) উজ্জল সরকার (২২) মফিজউল্লাহ (৬০) নিরঞ্জন কুমার (৬৭) নিরঞ্জন ৯২৭) দেবাশিষ বিশ^াস (১৫) শরিফুল ইসলাম (৩৫) ।
তাদের বাড়ি নড়াইল বাগেরহাট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।