চকরিয়ায় স্কুলছাত্রী হত্যা মামলার বাদিকে হুমকি দেয়ার অভিযোগ।

অপরাধ তথ্য চিত্র প্রতিনিধি : বান্দরবান, কক্সবাজার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলীর বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণি পড়–য়া ছাত্রী নয়ন মনি হত্যা মামলার অভিযুক্ত আসামী কুতুব উদ্দিন জামিনে এসেছে। এদিকে ওই আসামী জামিনে এসে মামলাটি তুলে নিতে ফের বাদি নিহত শিশুর মাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী। এ ঘটনার মামলার বাদি ও তার পরিবার নিরাপত্তাহীন ভূগছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বন্যা পাড়া গ্রামের বাসিন্দা মরহুম জাফর আলমের শিশু মেয়ে নয়ন মনি(১১) স্থানীয় পাগলীর বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে৩য় শ্রেণির ছাত্রী। গত ১৪ নভেম্বর শনিবার সকালে প্রতিদিনের মত স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়। বিকাল ৪টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজাখুজি করতে থাকে। পরে তারা জানতে পারে ধর্ষণের পর ওই শিশুকে দুর্বৃত্তরা বালু টালের পাশে ফেলে পালিয়ে যায়। ওইদিন রাত সাতটার দিকে জনগণের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করেন। জানা গেয়ে এ ঘটনার নিহত শিশু মা বাদী হয়ে গত ২৬ নভেম্বর চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি বরা হয় একই এলকার মোহাম্মদ হোছনের পুত্র কুতুব উদ্দিন কায়ছার , নুর আয়ার পুত্র শাহ জালাল ও কবির আহমদ হেডম্যানের পুত্র তৌহিদুল ইসলামকে। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ ১নং আসামী কুতুব উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। মামলার বাদি ও তার পরিবার সদস্যরা জানান গত ৪ জানুয়ারী আদালত থেকে জামিনে মুক্তি পান কুতুব উদ্দিন কায়ছার। এরপর সে বাড়িতে এসে পালতক আসি তৌহিদুল ইসলাম ও শাহা জালালকে সাথে নিয়ে মামলাটি তুলে নিতে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগী বাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *