চুয়াডাঙ্গার দর্শনায় পিস্তল-গুলি উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ দক্ষিনচাঁদপুর গ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী রাশেদের বাড়ী থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও একটি মোবাইল উদ্ধার করেছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফেরদৌস জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে পুলিশের কাছে গোপন সংবাদ আসে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দর্শনা দক্ষিনচাঁদপুর গ্রামের খইরে মন্ডলের ছেলে রাশেদ তার বাড়ীতে সন্তাসীদের নিয়ে গোপন বৈঠক করছে। এ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসী রাশেদের দক্ষিনচাঁদপুর গ্রামের বাড়ী অভিযান চালায়। এসময় রাশেদ ও তার সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ রাশেদের বাড়ী তল্লাশী করে এক রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল ও সন্ত্রীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানায়, রাশেদ এলাকার এক সময়ের ত্রাস বিল্লাল বাহিনীর অন্যতম সদস্য। গত কয়েক বছর হলো বিল্লাল পুলিশের ক্রসফায়ারে মারা যাবার পর রাশেদ নতুন করে বাহিনী গঠন করে এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড শুরু করেছে। এ ঘটনায় পুলিশ রাশেদসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে।