সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত এলাকায় আওয়ামীলীগ নেতার ইট ভাটা

Photo
মোঃ মোতালেব হোসেন, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সংরক্ষিত এলাকায় ইট ভাটা রয়েছে দীর্ঘদিন যাবত। এলাকাবাসী ২০/১১/২০১৩ইং সালে সংরক্ষিত এলাকায় ইট ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসকের বরবার লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। ২০১৩ সালে সংরক্ষিত এলাকায় ইট ভাটা স্থাপন করলে ৫ বছরের জেল বিধান রেখে মহান জাতীয় সংসদে বিল ২০১৩ পাশ হয়েছে। উক্ত বিলে বলা হয়েছে আবাসিক, সংরক্ষিত, বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদর সরকারী ব্যক্তি মালিকানাধীন বন অভয়ারান্য বাগান বা জলা ভূমি, কৃষি প্রধান এলাকায় ইট ভাটা স্থাপন করা যাবেনা। এই সকল আদেশ, নির্দেশ অমান্য করে সৈয়দপুর পৌরসভায় কেন্দ্রীয় বাস টার্মিনাল সঙ্গে সৈয়দপুর প্রথম শ্রেণী পৌরসভার ৬নং ওয়ার্ডের একটি ইট ভাটা রয়েছে। ভাটার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সৈয়দপুর বাসটার্মিনাল, শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রিত একটি স্কুল, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি পেট্রোল পাম্প, কেন্দ্রীয় টার্মিনাল মসজিদ, পাশে রয়েছে রোড এন্ড হাইওয়ের ভিআইপি রেষ্ট হাউস এর মধ্যখানে রয়েছে ইটের ভাটাটি। তাও আবার ফিক্সড চিমনি, যেটি একেবারে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু উক্ত ভাটাটি বহাল তবিয়তে প্রশাসনের নাকের ডগায় চলছে। কারণ অনুসদ্ধানে জানাযায় ভাটাটি স্থানীয় সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক সাহেবের ভাটা। উক্ত নেতার সহিত পৌর মেয়রের সুসম্পর্ক থাকায় পৌর প্রশাসনও নিসচুপ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যাপক ভাবে পরিবেশ দুষণ হচ্ছে, সবসময় ধুলায় আচ্ছন্ন থাকে টার্মিনালের পরিবেশ। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন বহু বাচ্চা-কাচ্চা লোকজন জাতায়াত রয়েছে। ইট ভাটার কারণে জনবহুল এ এলাকায় সুষ্ঠ পরিবেশ বিঘিœত হচ্ছে। দ্রুত ভাটাটি অন্যত্রে স্থাপন দাবি জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *