দশমিনায় নব গঠিত মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার যোগাযোগ বিছিন্ন সদ্য ঘোষিত চরবোরহান ইউনিয়নের মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। ওই এলাকার শিক্ষানুরাগী মোঃ এনায়েত হোসেন এর উদ্দ্যেগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় গতকাল রবিবার সকাল ১০টায় পাঠ্য বই বিতরন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনায়েত হোসেন উপস্থিত প্রায় ২শতার্ধিক শিক্ষার্থীদেরকে নতুন বছরের পাঠ্য বই হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, চর বোরহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মিয়া, দক্ষিন চর বোরহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের মধ্যে মোঃ আমিন সরদার, মোসাঃ খালেদা বেগম, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *