বাগাতিপাড়ায় বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্যমানে অর্থদন্ড

Bagatipara-Pic-22.01.16
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বাল্য বিবাহ দেয়ার অপরাধে ছেলে ও মেয়ের বাবাকে পৃথকভাবে ভ্রাম্যমানে অর্থদন্ড দেয়া হয়েছে। বাগাতিপাড়া উপজেলা নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সোমবার দুপুরের দিকে উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের ফাইজুল ইসলামের মেয়ে ফারহানাকে বিয়ে দেয়ার সমস্ত আনুষ্ঠানিকতা করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নাবালিকা ফারহানা তমালতলা আদর্শ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অপরদিকে উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের খন্দকার আফতাব উদ্দিনের ছেলে রুহুল আমিকে বাল্য বিবাহ নিরোধ আইন-এর ৫ ধারা মোতাবেক এক হাজার টাকা অর্থদনন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *