বর্ণাঢ্য র্যালি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমূখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপি শতবর্ষ উদ্যাপন উৎসব শুরু
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘উৎসব টানে;উৎসব প্রানে’-এ শেলগানকে ধারণ করে বর্ণাঢ্য র্যালি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমূখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপি শতবর্ষ উদ্যাপন উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে ওই বিদ্যালয়ের প্রাত্তন ও বর্তমান ছাত্রদের সমন্বয়ে জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পা মেলানোর মাধ্যমে শুরু হয় বর্ণাঢ্য র্যালি।
বর্ণাঢ্য র্যালি আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত শেষে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের ও শতবর্ষ উৎযাপন পরিষদের সভাপতি আওরঙ্গজেব মোললা টিপুর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোর্য়্দাার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আবুল কাশেম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌরসভার নতুন নির্বাচিত মেয়র হাসান কাদির গনু ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ কামরুল হাসান।