কাহালুতে শৈত্য প্রবাহে জন-জীবন বিপর্যস্ত আলু ক্ষেতে মড়ক

এম এ কাদের কাহালু(বগুড়া)প্রতিনিধি : গতকয়েক দিনে কাহালুতে মৃদু শৈত্য প্রবাহে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঘের প্রথম সপ্তাহে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির পরে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে সহজে বের হচ্ছেনা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। যানবাহাহনে বিশেষ করে রিকসা-ভ্যানে উঠছেনা যাত্রীরা,ফলে খেটে খাওয়া রিক্সা ভ্যান শ্রমিকদের আয় রোজগার প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চাতাল শ্রমিক সহ শ্রমজীবি মানুষরা বেকার হয়ে পড়েছে এর ফলে দুঃখ দুরদশা বেড়েছে। প্রচন্ড শীতের কারণে বয়স্ক ও শিশুরা ডায়রিয়া সহ শীত জণিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ইতি মধ্যে কাহালু হাসপাতালে শীত জণিত কারণে রোগাক্রান্ত রোগীর ভিড় বেড়ে গেছে বলে হাসপাতাল কণ্টল রুম সূত্রে জানাগেছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পাড়ার ছেলে-মেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষ খড়-কুটা সংগ্রহ করে তাতে আগুন জ্বালিয়ে শরীরে তাপ দিতে দেখা গেছে। মানুষের পাশা পাশি পশু পাখিরাও শীতে জুবু থুবু। এদিকে শৈত্য প্রবাহে কৃষদের আলু ক্ষেতে লেটব্রাইট মড়কে আক্রান্ত হচ্ছে। বোরো ধানের বীজতলায় চারা হলুদ বর্ণ ধারন করে পঁচে যাওয়ার পাশা পাশি শীত কালিন শাক সবজির ব্যাপক ক্ষতি হচেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *