আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-২৫

PIC-22.01.16
আদমদীঘি প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে বনভোজনগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। আহতদের মধ্যে গুরুত্বর ১৪ জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্প্রতিবার রাতের খাবার খেয়ে বাস যোগে চাপাইনবাবগঞ্জ জেলার সদরের স্থানীয় লোকজন বনভোজনের জন্য রংপুর ভিন্ন জগৎ এর উদ্দেশ্যে রওনা দেয়। রাত ২টার দিকে বগুড়ার আদমদীঘির শিবপুর নামক স্থানে ঢাকা মেট্রো-জ-১৪-০৯৪১ নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলেই বনভোজন যাত্রী চাপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার মৃত আলাউদ্দীনে ছেলে মুনিরুল ইসলাম (৪২) নিহত হন। এ ঘটনায় বনভোজন যাত্রীদের মধ্যে প্রায় ২৫ জন আহত হয়।এদের মধ্যে ১৪ জনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, নূরুল হুদা, মোরসালিন, ফয়সাল, সোমা, রিনা, আবু বক্কর, সুনিল, সুমি, প্রসজিৎ, সুমন, ডলি, নিলা, উম্মে হাফসা, রফিকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *