দশমিনায় প্রতিপক্ষের হামলায় ॥ নারীসহ আহত ৭

SAM_0069
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদ্য ঘোষিত চরবোরহান ইউনিয়নের পূর্ব চরবোরহান গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ব্যক্তি আহত হয়েছে। বুধবার রাত ১১টায় রসিদ রাড়ির বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে মোঃ বেল্লাল ফকির (৪০), রওশনারা (৭০), মনোয়ারা (৩২), রুবেল (১৬), শাকিলা (১৫), নুরু রাড়ি (৩৮)। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় বেল্লাল ফকির ও তার মা রওশনারাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার সদ্য ঘোষিত চর বোরহান ইউনিয়নের পূর্ব চরবোরহান ২নং ওয়ার্ডের মৃত্যু সেকান্দার আলী ফকিরের ছেলে বেল্লাল ফকির গংদের সাথে ভোলা জেলার দক্ষিন চর আইচা থানার মুজিবনগর ইউনিয়নের আঃ মন্নান ভূইয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবার ওই একই এলাকার নুরু রাড়ির ছেলের সুন্নাতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানের নুরু রাড়ির ভায়রাজি জামাতা মোঃ বেল্লাল ফকিরের স্বপরিবারবর্গকে দাওয়াত করে। ওই দাওয়াতে অংশ গ্রহন করতে গিয়ে গত বুধবার রসিদ রাড়ির বাড়িতে উপস্থিত হন। উপস্থিতির খবর পেয়ে একার্ধিক মামলার আসামী সন্ত্রাসী ভূমিদস্যু মন্নান ভূইয়ার ছেলে চুন্নু ভুইয়ার নেতৃত্বে ৭/৮জন গত বুধবার নুরু রাড়ির ঘরের সামনের ও পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে দু’দিকের দরজা বন্ধ করে দেশী অস্ত্রশস্ত্র দিয়ে গুরুত্বর আহতদেরকে এলোপাথালি ভাবে ওই পরিবারবর্গকে পিটাতে থাকে। উপস্থিত আহতদের আত্মচিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন এসে দরজা ভেঙ্গে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে। পরদিন বৃহস্পতিবার বেলা ১২টায় আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসকরা আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় বেল্লাল ফকির ও তার মা রওশনারাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *