সাপাহারে ৭ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার-আটক ১
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে ১টি কষ্টি পাথরের হুনোমান মুর্তি সহ ১জনকে আটক করেছে সাপাহার খঞ্জনপুর বিজিবি ক্যাম্প। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার আরিফ খান সঙ্গীয় ফোর্স সহ নিতপুর গামী ১টি যাত্রীবাহি বাসকে ধাওয়া করে তুলশিপাড়া মোড়ে গতিরোধ করে এবং বাসে তল্লাশি চালিয়ে ১টি সাদা রংয়ের বাজারের ব্যাগে মোড়ানো ১টি কষ্টি পাথরের হুনোমান মুর্তি সহ এক জনকে আটক করেছে। মুর্তিটির ওজন ৭ কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা। জানা গেছে, পতœীতলা উপজেলার বাঁকরইল বাজারের স্বপন নামের এক ব্যাক্তি সাদা রংয়ের ব্যাগটি মোজাহার আলী (৬৮) এর হাতে তুলে দিয়ে এবং হাতে নগত ৪৯০০ টাকা দিয়ে বলেন এই ব্যাগটি পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে একজন ব্যাক্তি মটর সাইকেল নিয়ে অপেক্ষা করছে তুমি তাকে এই ব্যাগটি দিবে। খবর পেয়ে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের মেজর ইকবাল আকতার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মুর্তিটি পাহাড়পুর যাদুঘরে পাঠানোর নির্দেশ দেন এবং আটককৃত ব্যাক্তিকে সাপাহার থানায় সোপর্দ করেন।
আটককৃত মুর্তি বহনকারী মোজাহার আলী ধামইর হাট উপজেলার শালুক কুড়ি গ্রামের বয়েজ উদ্দীনের পুত্র বলে জানা গেছে।