চুয়াডাঙ্গার পৃথক তিন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৃথক ৩টি সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এসব পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, রোববার সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জেলার দামুড়হুদা উপজেলার মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর শুন্য রেখা বরাবর ছোট বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণুপুর ক্যা¤প কমান্ডার এসআই কুলোয়ান শিং ।একই সময় একই উপজেলার ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা ফুলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিরি পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যা¤প কমান্ডার এসআই আরকে বুড়াহ ।
সর্বশেষ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত জেলার জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর রাজাপুর মাঠে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যা¤প কমান্ডার এসআই মন্ডল ।
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনরি মধ্যে সুস¤পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।