ভারতে ৫বছর কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশীকে ফেরত॥

Chuadanga picture---( Bangladesi return)--1
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারতের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ ৫ বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক েেচকপোস্ট দিয়ে ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার দুপুর ১টায় দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার বরাবর শুন্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এদের হস্তান্তর করে বিএসএফ। এরা হচ্ছে- কক্সবাজার জেলার চকরিয়া থানার নলবুনিয়া গ্রামের মৃত জিয়াবুর রহমানের স্ত্রী ফাতেমা বিবি(৩৫), তার ছেলে হেলাল উদ্দিন (১৭),মোহাম্মদ হোসাইন (১২) ও মেয়ে আয়েশা খাতুন(৮)।
ফাতেমা বিবি জানান, স্বামী মারা যাবার পর ছোট ছোট সন্তানদের নিয়ে এলাকার কয়েকজনের মিথ্যা প্রলোভনে পড়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দুপুর বেলা দিনাজপুরের হিলি বর্ডার দিয়ে ভারতে যায় কাজের সন্ধানে। এরপর মালদা রেলস্টেশনে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ি। পরে ৫ বছর জেল হয়। আমার দু’ছেলে হেলাল ও হোসাইন ছিল বহরমপুরের আনন্দ আশ্রম সেফহোমে। আর আমি আমার শিশু কন্যাকে নিয়ে বহরমপুর কারাগারে ছিলাম।
দামুড়হুদা মডেল থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, এদের দামুড়হুদা থানায় নিয়ে প্রকৃত ঠিকানা পরীক্ষা-নিরীক্ষার পর জনপ্রতিনিধির জিম্মায় নিজ এলাকায় পাঠানো হবে।
দর্শনা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন, দর্শনা ইমিগ্রেশন পুলিশের এএসআই নাজমুল হোসেন, ভারতের গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসআই ডি দাস, বহরমপুর থানার সাব ইন্সপেক্টর সুদীপ চট্টোপাধ্যায় গেঁদে ইমিগ্রেশনের কর্মকর্তা পি সাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *