ভোলাহাটে বিজিবি’র ভারতীয় মদ উদ্ধার
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪৩ ব্যাটালিউন বিজিবি চরধরমপুর বিওপি কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অবৈধ ভাবে আসা ভারতীয় দামী মদ উদ্ধার করেছে বলে জানা গেছে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, চরধরমপুর বিওপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গিয় বিজিবি ফোর্স নিয়ে রোববার ভোর প্রায় ৫টার দিকে টহলরত থাকে। এ সময় সীমান্ত পিলার ২০১/১৭এস বাংলাদেশ সীমান্তের দেড় কিলোমিটার অভ্যন্তরে ধরমপুর নামকস্থানে একটি আম বাগানে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র আসা টের পেয়ে তাদের কাছে থাকা ভারতীয় ২৩ বোতল ব্লুলেগন দামী মদ ফেলে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি’র সদস্যগণ ঐ পরিমাণ মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। মদগুলির মূল্য আনুমানিক মূল্য ২৩ হাজার ৫০টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিজিবি চরধরমপুর বিওপি কোম্পানী কমান্ডার।